কমলার খোসা দিয়ে ফেসপ্যাক
অ্যালোভেরা জেল এর উপকারিতাদিন দিন ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? শীতের শুরু থেকেই ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে উঠছে? তাহলে ত্বকে কমলার খোসা দিয়ে ফেসপ্যাক বানিয়ে লাগান এটি ত্বকের জন্য ম্যাজিক এর মত কাজ করে।
কমলার খোসা দিয়ে বিভিন্ন ধরনের ফেসপ্যাক আমরা ব্যবহার করে থাকি।চলুন আজকে আমরা এই আর্টিকেলে কমলার খোসা দিয়ে ফেসপ্যাক বানানোর কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো।
পেজ সূচিপত্রঃ কমলার খোসা দিয়ে ফেসপ্যাক
- কমলার খোসা ও মধু দিয়ে ফেসপ্যাক
- বেসন ও কমলার খোসার ফেসপ্যাক
- টক দই ও কমলার খোসার ফেসপ্যাক
- কমলার খোসা, লেবু ও মধুর ফেসপ্যাক
- নিমপাতা ও কমলার খোসা দিয়ে ফেসপ্যাক
- চালের গুঁড়ো ও কমলার খোসা
- আমার শেষ মতামত
কমলার খোসা ও মধু দিয়ে ফেসপ্যাকঃ
কমলার খোসা ও মধু দিয়ে ফেসপ্যাক বানানোর জন্য প্রথম একটি পরিষ্কার পাত্রে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।এরপর এটি গোসলের আগে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে শুকিয়ে নিতে হবে।
ফেস প্যাকটি হালকা শুকিয়ে এলে হাতে অল্প পরিমানে পানি নিয়ে।আলতো হাতে ম্যাসেজ করে ধুয়ে ফেলতে হবে।এই ফেসপ্যাকটি সপ্তাহে এক থেকে দুই বার লাগালে এটি ত্বকে থাকা ব্রনের দাগ ও ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।
বেসন ও কমলার খোসার ফেসপ্যাকঃ
বেসন ও কমলার খোসার ফেসপ্যাকটি যাদের ত্বকে অতিরিক্ত তেল বের হয় তাদের ত্বকের জন্য ভালো কাজ করে থাকে।এই ফেসপ্যাকটি বানানোর জন্য একটি পরিষ্কার পাত্রে এক টেবিল চামচ বেসন ও হাফ টেবিল চামচ কমলার খোসার গুঁড়ো নিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।আপনারা চাইলে এতে দু এক ফোটা মধু দিতে পারেন।
এরপর ফেসপ্যাকটি ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।ফেসপ্যাকটি ভালোভাবে শুকিয়ে এলে পানি দিয়ে আলতো হাতে ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে দুই থেকে একবার এই ফেসপ্যাক টি ব্যবহার করলে ত্বকে থাকা অতিরিক্ত তেল দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
টক দই ও কমলার খোসার ফেসপ্যাকঃ
বছরের অন্যান্য সময়ের তুলনায় শীত আসলে আমাদের ত্বক শুষ্ক হয়ে আসে এবং ত্বকের উপর কিছুটা কালচে ছাপ পড়ে। এ সমস্যা থেকে সমাধানের জন্য টক দই ও কমলার খোসার ফেসপ্যাক দারুন কাজ করে থাকে।
আরো পড়ুনঃ স্বাস্থ্যকর ৫ টি চায়ের রেসিপি
এই ফেসপ্যাকটি বানানোর জন্য প্রথম একটি পাত্রে এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়ো ও হাফ টেবিল চামচ টক দই নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। ফেসপ্যাকটি কিছুটা শুকিয়ে এলে এটিকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এভাবে এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ত্বকে লাগালে এটি ত্বকের শুষ্কতা দূর করবে এবং কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করবে।
কমলার খোসা, লেবু ও মধুর ফেসপ্যাকঃ
কমলার খোসা, লেবু ও মধু দিয়ে এই ফেসপ্যাকটি বানানোর জন্য প্রথম একটি পাত্রে এক টেবিল চামচ কমলার খোসা গুঁড়, হাফ টেবিল চামচ লেবুর রস ও হাফ টেবিল চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট মত রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ব্যবহারের ফলে ত্বক নরম ও মসৃণ হয়।
নিমপাতা ও কমলার খোসা দিয়ে ফেসপ্যাকঃ
আমাদের অনেকেরই ত্বকে ব্রণ ও ব্রণের দাগ হয়ে থাকে যা দুর করতে আমরা নানারকম জিনিস ব্যবহার করি।তবে অন্যান্য জিনিসের তুলনায় আমরা যদি নিমপাতা ও কমলার খোসা দিয়ে তৈরি এই ফেসপ্যাকটি আমাদের ত্বকে যেখানে যেখানে ব্রণ ও ব্রণের দাগ রয়েছে সেখানে লাগাই তাহলে এটি খুব দ্রুত কাজ করে থাকে।
বানানোর জন্য এক টেবিল চামচ কমলার খোসা গুড়োর সাথে হাফ টেবিল চামচ নিমপাতা গুঁড়ো নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। অন্যান্য ফেসপ্যাক এর তুলনায় এটিকে একটু ঘন করে মেশাতে হবে।এরপর ত্বকের যেসব জায়গায় ব্রণ ও ব্রনের দাগ রয়েছে সেসব জায়গায় একটু মোটা লেয়ার করে দিতে হবে।এরপর এটি ভালো মতো শুকিয়ে না যাওয়া পর্যন্ত রাখতে হবে।
আরো পড়ুনঃ ইফতারে ডেজার্ট আইটেম এর সহজ কয়েকটি রেসিপি
ভালোমতো শুকিয়ে গেলে এটি মুখ থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।এরপর আপনারা যে যে ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেটি ত্বকে লাগিয়ে নেবেন।এই ফেসপ্যাকটি আপনারা চাইলে প্রতিদিন গোসলের আগে ব্যবহার করতে পারেন এতে করে ত্বকে থাকা ব্রণ ও ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে।
চালের গুঁড়ো ও কমলার খোসাঃ
চালের গুঁড়ো সাধারণত আমাদের ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে থাকে।এটি দিয়ে তৈরি যে কোন ফেসপ্যাক আমাদের ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে।চালের গুঁড়ো ও কমলার খোসা দিয়ে তৈরি ফেসপ্যাকটি বানানোর জন্য প্রথম একটি পাত্রে এক টেবিল চামচ চালের গুঁড়ো ও হাফ টেবিল চামচ কমলার খোসা নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর এই ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে হালকা শুকিয়ে এলে হাতে অল্প পরিমাণে পানি নিয়ে ত্বকে আলতো হাতে ম্যাসাজ করে নিতে হবে।এতে করে ত্বকে থাকা মরা চামড়া দূর হবে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে।
আমার শেষ মতামতঃ
আমি আমার আজকের আর্টিকেলে কমলার খোসা দিয়ে ফেসপ্যাক বানানোর কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আশা করছি আমার দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে ত্বকের যত্নে আপনারা কমলার খোসা দিয়ে ফেসপ্যাক বানিয়ে উপকৃত হবেন।এমনই নানা ধরনের বিউটি টিপস পেতে আমার এই সাইটটি ভিজিট করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
কন্টাক্ট আর্টিকেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url