ইফতারে ডেজার্ট আইটেম এর সহজ কয়েকটি রেসিপি
বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করুনসামনেই আসছে পবিত্র মাহে রমজান।এই রমজানে আমরা ইফতারে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এর মধ্যে ডেজার্ট আইটেম অন্যতম।ইফতারে ডেজার্ট আইটেম এর বিভিন্ন রেসিপি আমরা বানিয়ে থাকি।
তাই চলুন আজ আমি আপনাদের সাথে ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে কি কি ডেজার্ট বানিয়ে থাকি তার কয়েকটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি।
পেজ সূচিপত্রঃ ইফতারে ডেজার্ট আইটেম এর সহজ কয়েকটি রেসিপি
- চিড়ার ডেজার্ট
- ডাবের ডেজার্ট
- দুধের ডেজার্ট
- তরমুজের ডেজার্ট
- আমার শেষ মতামত
চিড়ার ডেজার্টঃ
রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা ঠান্ডা কিছু হলে শরীর মন দুটোই জুড়িয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঠান্ডা শেয়ার করব যা আপনারা ইফতারি বা সেহেরীতে খেলে শরীর সতেজ থাকবে।চিড়া দিয়ে তৈরি এই ডেজার্টটি খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে।চলুন জেনে নেই চিড়ার এই ডেজার্টটি বানাতে কি কি উপকরণ লাগে,,
উপকরণঃ
- চিড়া ১/২ কাপ
- দুধ ৫০০ গ্রাম
- চিনি ৩ টেবিল চামচ
- নারকেল কুচি ৩ টেবিল চামচ
- খেজুর ৩ টি
- কাজুবাদাম ৫ থেকে ৬ টি
- কলা ১ টি
- গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
চিড়ার ডেজার্ট বানানোর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এতে ৫০০ গ্রাম দুধ ও তার সাথে চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ভালোভাবে জাল দিয়ে নিবো।২ থেকে ৩ মিনিট মতো জ্বাল দিয়ে নিয়ে এতে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব এরপর দুধ টিকে অনবরত নেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিয়ে নিব।এভাবে চুলায় মিডিয়াম তাপে ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিয়ে নিলে দুধ টি ঘন হয়ে আসবে।
এরপর চুলাটিকে বন্ধ করে দুধটি নামিয়ে নিব এবং কিছুক্ষণ পর এটি ঠান্ডা হয়ে এলে নরমাল ফ্রিজে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দেব।এতে করে দুধ টি আরও একটু ঘন হয়ে আসবে।এরপর অন্য একটি পাত্রে ১/২ কাপ চিড়া নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ৫ থেকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো।
এরপর চিড়া গুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে রাখবো এরপর চিড়া গুলোর মধ্যে একে একে ৩ টি খেজুর কুচি, একটি পাকা কলা ৩ টেবিল চামচ নারকেল কুচি ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।এরপর জাল করে নেওয়া দুধ টি চিড়া গুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপর পাঁচ থেকে ছয়টি কাজুবাদাম কুচি করে দিয়ে দেব।এরপর এটিকে পছন্দমত পাত্রে রেখে ইফতারের আধাঘন্টা আগে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিবো।ব্যাস তাহলে তৈরি হয়ে যাবে ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা চিড়ার ডেজার্ট।
ডাবের ডেজার্টঃ
ডাবের ডেজার্ট বাচ্চা থেকে বড় সকলে অনেক পছন্দ করে থাকে ইফতারে অন্যান্য ডেজার্ট এর তুলনায় ডাবের ডেজার্ট থাকলে সেটি সকলে পছন্দ করে থাকে।তাই চলুন জেনে নিই ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে ডাবের ডেজার্ট বানাতে কি কি লাগে।
উপকরণঃ
- ডাবের জল ২ কাপ
- ডাবের শাঁস ১ কাপ
- চিনি ১ টেবিল চামচ
- আগার আগার পাউডার ১ টেবিল চামচ
- কাজুবাদাম ৪ থেকে ৫ টি
প্রস্তুত প্রণালীঃ
ডাবের ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ ডাবের জল নিয়ে ভালোভাবে ছেঁকে নিবো।এরপর ডাবের শাঁস থাকবে সেটিকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো।এরপর ডাবের পেস্ট গুলোকে ডাবের জলের সাথে মিশিয়ে নিবো।এরপর এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় দুই থেকে তিন মিনিটের জন্য জ্বাল দিয়ে নিবো।
এরপর চুলাটিকে বন্ধ করে এটি কে চুলা থেকে নামিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো।এরপর এটি ঠান্ডা হয়ে এলে একটি কাপে এটিকে ঢেলে নেবো।ঢেলে নেওয়ার পর ওপর থেকে চার থেকে পাঁচটি কাজুবাদাম কুচি করে উপরে দিয়ে দিবো।এরপর কাপটি নরমাল ফ্রিজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ডাবের ডেজার্ট।
দুধের ডেজার্টঃ
ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে দুধের ডেজার্ট বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন জেনে নিন
উপকরণঃ
- দুধ ২ কাপ
- চিনি ১/৪ কাপ
- ময়দা ১/২ কাপ
- ঘি ৩ টেবিল চামচ
- কাজুবাদাম ২ টি
- খেজুর ৩ টি
প্রস্তুত প্রণালীঃ
দুধের ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে নেবো।এরপর এটিকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তিন টেবিল চামচ ঘি ও১/২ কাপ ময়দা দিয়ে ভালোভাবে ঘি এর সাথে ময়দাটিকে ভেজে নেবো।
এরপর এতে আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধ টি দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নেবো।এভাবে এটিকে পাঁচ মিনিট জ্বাল দিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবো।চুলা থেকে নামিয়ে এটিকে ৩০ মিনিটের জন্য ঠান্ডা করে নেবো।এরপর ওপর থেকে কিছু কাজুবাদাম, খেজুর কুচি করে নিয়ে দিয়ে দেবো।
এরপর এটিকে নরমাল ফ্রিজে ১০ মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার দুধের ডেজার্ট।
তরমুজের ডেজার্টঃ
প্রচন্ড গরমে যদি তরমুজের ডেজার্ট ইফতারে থাকে তাহলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যায়।তাই চলুন জেনে নিই তরমুজের এই ডেজার্ট বানাতে কি কি উপকরণ লাগে
উপকরণঃ
- তরমুজ ১ এক কাপ। ছোট ছোট পিস করে নেওয়া
- দুধ ৩ কাপ
- চিনি ৩ টেবিল চামচ
- আগার আগার পাউডার ২ চা চামচ
- রুহ আফজা ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
তরমুজের ডেজার্ট বানানোর জন্য প্রথমে এক কাপ তরমুজ নিজের পছন্দমত সাইজে ছোট ছোট করে কেটে নিবো।এরপর চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তিন কাপ দুধ পাঁচ মিনিট জ্বাল দিয়ে নিব।জ্বাল দেওয়ার পর এতে তিন টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নেবো।এরপর এতে দুই চা চামচ আগার আগার পাউডার হাফ কাপ পানির সাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিবো এবং এটি আরো পাঁচ মিনিটের জন্য জ্বাল দিয়ে নিবো।
এরপর এতে এক টেবিল চামচ রুহ আফজা দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট জ্বাল দিয়ে নিবো।এরপর একটি কাপে কিছু তরমুজের কুচি নিয়ে এর ওপর জ্বাল দিয়ে নেওয়া দুধ টি দিয়ে দিবো।এরপর এটিকে নরমাল ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে তরমুজের ডেজার্ট
আমার শেষ মতামতঃ
আমি আমার আজকের আর্টিকেলে আপনাদের সাথে ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে বানাতে পারেন এমন কয়েকটি সহজ ডেজার্ট আইটেম শেয়ার করেছি।আশা করছি আমার দেওয়া এ পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই ইফতারে মজাদার ডেজার্ট আইটেমগুলো বানাতে পারবেন।আরও বিভিন্ন ধরনের রেসিপি জানতে হলে আমার এই সাইটটি ভিজিট করতে পারেন।এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
কন্টাক্ট আর্টিকেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url