OrdinaryITPostAd

চিকেন বিরিয়ানি রেসিপি ও মসলা তৈরির সহজ পদ্ধতি

সহজ পদ্ধতিতে পারফেক্ট প্যানকেক রেসিপিবিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান এ কি রান্না করবেন ভাবছেন? আপনার এই ভাবনা থেকে মুক্তি দিতে পারে আমাদের আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি টি । 

চিকেন-বিরিয়ানি-রেসিপি
আমরা আজকের এই আর্টিকেল এ দেখবো কিভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া মসলায় চিকেন বিরিয়ানি রান্না করা যায় এবং বিরিয়ানি মসলা কিভাবে বাড়িতেই তৈরি করা যায় তার সহজ পদ্ধতি।

পেজ সুচিপত্রঃ চিকেন বিরিয়ানি রেসিপি  ও মসলা তৈরির সহজ পদ্ধতি 

  • চিকেন বিরিয়ানি রেসিপি উপকরণ
  • বিরিয়ানির চাল প্রস্তুত করার উপকরণ 
  • চিকেন বিরিয়ানি তৈরির প্রস্তুত প্রনালী  
  • বিরিয়ানি মসলার রেসিপি
  • বিরিয়ানি মসলার উপকরণ 
  • বিরিয়ানি মসলার প্রস্তুত প্রণালী
  • আমার শেষ মতামত

চিকেন বিরিয়ানি রেসিপি উপকরণ ঃ 

আমরা বিভিন্ন অনুষ্ঠানে চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। বিরয়ানি রান্নার পদ্ধতি এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তবে আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া মসলায় খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি বানানোর । চলুন আমি যে পদ্ধতি চিকেন বিরিয়ানি রেসিপি  রান্না করে থাকি সেটি বানাতে কি কি উপকরন লাগে,,

  • মুরগির মাংস ১ কেজি 
  • পেয়াজ কুচি ১ কাপ
  • আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ
  • জিরা ও ধনিয়া বাটা ২ টেবিল চামচ 
  • পোস্ত দানা বাটা ২ টেবিল চামচ
  • টক দই ১/২ কাপ 
  •  কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি 
  • সাদা তেল ১ কাপ 
  • বিরিয়ানি মসলা  ৩  টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ 
  • লবণ স্বাদ মতো

বিরিয়ানির চাল প্রস্তুত করার উপকরণঃ 

  • চিনি গুড়া পোলাও চাল ১/২ কেজি
  • পানি ৩ কাপ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 
  • কাঁচা মরিচ ৩ থেকে ৪ টি
  • গুড়া দুধ ২ টেবিল চামচ
  • ঘি দেড় টেবিল চামচ
  • কেওড়া জল ১/২ টেবিল চামচ
  • গোলাপ জল ১/২ টেবিল চামচ
  • চিনি ১/২ টেবিল চামচ
  • এলাচ ও দারুচিনি ৫ থেকে ৭ টি 
  • লবণ স্বাদ মতো
  • আলু বোখরা ৫ থেকে ৭ টি 

চিকেন বিরিয়ানি তৈরির প্রস্তুত প্রনালীঃ 

এবার চলুন জেনে নিই কিভাবে আমি এই বিরিয়ানি টি রান্না করে থাকি। 

প্রথমে  বিরিয়ানি রান্নার জন্য মাংসটি কে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর জন্য প্রথমে একটি বাটিতে ১ কেজি মুরগির মাংস নিয়ে নিবো । এরপর এতে একে একে ৩ টেবিল চামচ আদা ও রসুন বাটা, ২  টেবিল চামচ জিরা ও ধনিয়া বাটা, পোস্ত দানা বাটা ২ টেবিল চামচ, ১/২ কাপ টক দই, বিরিয়ানি মসলা ৩ টেবিল চামচ,  ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটিকে মাখিয়ে নিতে হবে। 

ভালোভাবে মাংসটিকে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে  ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এটি আপনারা চাইলে বাইরে রেখে দিতে পারেন অথবা নরমাল ফ্রিজে রাখতে পারেন।

এরপর কড়াইয়ে এক কাপ সাদা সয়াবিন তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এতে এক কাপ পেঁয়াজ কুচি  ও চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে বাদামী রং না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে।পেঁয়াজ গুলো বাদামী রং হয়ে এলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস টি দিয়ে দিতে হবে।

এরপর মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসতে টক দই রয়েছে এবং এটি মুরগির মাংস তাই আমি কষানোর সময় এখানে আলাদা কোন পানি ব্যবহার করি না। তবে মাংস কষানোর সময় মাংস থেকে যদি আলাদা পানি বের না হয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমানে পানি ব্যবহার করতে পারেন। 


মাংসটিকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ মাংস থেকে যে আলাদা পানিটি বের হয়েছে সেটি শুকিয়ে না আসা পর্যন্ত। মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং মাংসতে থাকা পানি শুকিয়ে ঝোল গাড় হয়ে আসলে এটি নামিয়ে নিতে হবে।
চিকেন-বিরিয়ানি- রেসিপি
এরপর বিরিয়ানির ভাত প্রস্তুত করার জন্য প্রথমে অন্য একটি কড়াইয়ে দেড় টেবিল চামচ ঘি দিয়ে গরম হয়ে এলে এতে এলাচ , দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর এতে চিনি গুঁড়া  পোলাও চাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আগে থেকে ফুটিয়ে নেওয়া তিন কাপ গরম পানি  ঢেলে দিতে হবে। 

এরপর চালগুলো পানির সাথে একটু ফুটে এলে এর মধ্যে দুই টেবিল চামচ গুড়া দুধ,তিন থেকে চারটি কাঁচামরিচ, স্বাদমতো লবণ, পাঁচ থেকে সাতটি আলুবোখরা ও ১/২ টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। চালগুলো আধা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে কষানো মাংসটি দিয়ে ভালোভাবে চাল এবং মাংসটি মিশিয়ে নিতে হবে। 

এরপর এতে ১/২ টেবিল চামচ কেওড়া জল এবং ১/২ টেবিল চামচ গোলাপ জল দিয়ে চাল ও মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাল ও মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে দুই থেকে তিনটি কাঁচা মরিচ অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ও দুই চা চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি।

বিরিয়ানি মসলার রেসিপিঃ

বিরিয়ানি রান্নার অন্যতম একটি উপাদান হলো বিরিয়ানি মসলা। বিরিয়ানি মসলা পারফেক্ট ভাবে তৈরি করতে  পারলে  তবেই বিরিয়ানি স্বাদ পারফেক্ট হবে। দোকান থেকে কিনে আনা প্যাকেট বিরিয়ানি মসলার পরিবর্তে যদি ঘরোয়া ভাবে তৈরি করে বিরিয়ানি মসলা ব্যবহার করা যায় তাহলে এটি বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় । আমি আমার বিরিয়ানি রান্নার রেসিপিতে যে বিরিয়ানি মসলাটি ব্যবহার করেছি সেটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করেছি চলুন জেনে নিই,

বিরিয়ানি মসলার উপকরণঃ 

  • শুকনা মরিচ ৭/৮ টি 
  • দারুচিনি ২ টুকরো 
  • কালো এলাচ ২ টি
  • জয়ত্রী ২ টুকরো 
  • জয়ফল ১ টি
  • তারা মশলা ১ টি 
  • লবঙ্গ ৫ থেকে ৭ টি 
  • সবুজ এলাচ ৫ থেকে ৬ টি 
  • জিরা ১ টেবিল চামচ 
  • ধনিয়া ১ টেবিল চামচ
  • শাহী জিরা ১ টেবিল চামচ
  • তেজপাতা ২ টুকরো

বিরিয়ানি মসলার প্রস্তুত প্রণালীঃ

বিরিয়ানি মসলা বানানোর জন্য মসলা বানানোর উপকরণগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে । প্রথমে একটি শুকনো খোলায় ১ টেবিল চামচ জিরা,১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ শাহি জিরা নিয়ে ভেজে নিতে হবে । এরপর এটিকে নামিয়ে নিয়ে ৮ টি শুকনো মরিচ ও ২ টুকরো তেজপাতা ভেজে নামিয়ে নিতে হবে। 
চিকেন-বিরিয়ানি-রেসিপি
সবশেষে বাকি মসলাগুলো একে একে ২ টুকরো দারুচিনি, ২ টুকরো কালো এলাচ, ২ টুকরো জয়ত্রী,১ টি জয় ফল, ১ টি তারা মশলা ৫ থেকে সাতটি লবঙ্গ, সবুজ এলাচ ৫ থেকে সাতটি দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। 
এরপর ভাজা মসলাগুলো একে একে ব্লেন্ডারে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এটি শীল পাটায় গুঁড়ো করে নিতে পারেন।  এরপর গুঁড়ো মসলাগুলোকে একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট বিরিয়ানি মসলা।

আমার শেষ মতামতঃ  

আমি আমার আর্টিকেলে কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি রেসিপি বানানো যায় সে পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বিরিয়ানি রান্নার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তবে যারা সহজ পদ্ধতিতে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে যাচ্ছেন তারা চাইলে আমার আজকের এই লেখাটি পড়ে দেখতে পারেন।


এখানে আমি শুধু চিকেন বিরিয়ানি রেসিপি নয় কিভাবে ঘরে থাকা সাধারণ মসলা দিয়ে বিরিয়ানি মসলা তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।  আমি আশা করছি আমার দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ঘরোয়া মসলায় বিরিয়ানি রান্না করতে পারবেন।

আমার দেওয়া এই পদ্ধতি গুলো অনুসরণ করে যদি পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করে থাকেন তাহলে সেটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপি জানতে আমার সাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কন্টাক্ট আর্টিকেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪